সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পৃথক স্থানে বিদুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে শনিবার রাতে বিদ্যুতায়িত হয়ে পরশমনি (১৯) নামে এক গৃহবধূ মারা যান। প্রায় একই সময়ে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে রুবেল পালোয়ান (২২) নামে এক তরুণের। পরশমনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। রুবেল দুর্গাপুরের উত্তর শংকরপুর গ্রামের নছুর পালোয়ানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকালে খালিয়াজুরীতে খালার বাড়ি বেড়াতে আসেন পরশমনি। রাত ৮টার দিকে লাইটের সুইচ অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে দুর্গাপুর উপজেলায় নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে কাজ করছিলেন রুবেলসহ অন্যরা। কোনো এক সময় ঘরের টিন বিদ্যুতায়িত হয়।

সর্বশেষ খবর