সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ছুরিকাঘাতে যুবক হত্যা

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহের কালিগঞ্জে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেহেদী কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ার সফর আলীর ছেলে। পরিবার জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বের হয় মেহেদী। এ সময় পাশের বাড়ির আকরামের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে ছুরি দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি আঘাত করে। এদিকে খাগড়াছড়িতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর থানা পুলিশ ধর্মপুর থেকে লাশটি উদ্ধার করে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে হামলায় আহত এক ঘের ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় গতকাল খুলনা মেডিকেলে মারা গেছেন। নিহত মোদাচ্ছের আলী শেখ (৬০) জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর