সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৫০০ টাকার জন্য মুদি দোকানিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৫০০ টাকার জন্য মুদি দোকানিকে হত্যা

বগুড়ায় ৫০০ টাকার জন্য মুদি দোকানি জাকিরুল ইসলামকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর এ মামলার আসামি জাহাঙ্গীর হোসেনকে শনিবার রাতে বগুড়া র‌্যাব-১২ ও র‌্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকার সাভার থেকে গ্রেফতার করে। জাহাঙ্গীর ধুনট উপজেলার মাজবাড়ী এলাকার মোকলেছুর রহমানের ছেলে। জাকিরুলের বাড়ি শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রাম দক্ষিণপাড়ায়। র‌্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম গতকাল এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, জাকিরুল ইসলাম ধুনট উপজেলার মাজবাড়ী এলাকায় শ্বশুর বাড়িতে সপরিবারে বসবাস করতেন। সেখানে তিনি একটি মুদি দোকান দেন। গত বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পাওনা ৫০০ টাকা চান জাকিরুলের কাছে। এ সময় জাকিরুল আগে তার দোকানের পাওনা টাকা পরিশোধ করতে বলেন জাহাঙ্গীরকে। এতে ক্ষুব্ধ হন জাহাঙ্গীর। ওই দিন রাত ৮টার দিকে তিনি জাকিরুলকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারতে থাকে। জাকিরুল অজ্ঞান হলে জাহাঙ্গীর পালিয়ে যায়। স্থানীয়রা জাকিরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধুনটের সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন। র‌্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই গত বছরের ১১ ডিসেম্বর থানায় হত্যা মামলা করেন। মামলার পরই পুলিশের পাশাপাশি র‌্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। শনিবার ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীরকে। তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ খবর