সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাকে মারধর করায় বাবাকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে মাকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেছে ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। গত শুক্রবার রাতে তাড়াশ উপজেলার বিন্নাবাড়ি গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। নিহতের নাম তোফাজ্জেল হোসেন মন্ডল (৫২)। তিনি ডেকোরেটরের ব্যবসা করতেন। তোফাজ্জেলের ভাতিজা মামুনুর রশিদ জানান, ৭ জুলাই রাতে চাচার সঙ্গে চাচি রেজেদা খাতুনের ঝগড়া হয়। একপর্যায়ে তোফাজ্জেল স্ত্রীকে মারধর শুরু করেন। ছেলে মো. বাবু মাকে মারধর করার বিষয়টি সহ্য করতে পারেননি। তিনি ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। এতে তোফাজ্জল গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে ভর্তি করেন। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়েছি।

সর্বশেষ খবর