সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসকদের মুক্তি দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

তিন গাইনি চিকিৎসকের মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দিনাজপুরে চিকিৎসক সমাজ। অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এবং বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকের আহ্বানে চিকিৎসক মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তি দাবিতে গতকাল এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো রোগী চিকিৎসার পরও মৃত্যুবরণ করতে পারেন। এর দায়দায়িত্ব চিকিৎসকরা নিতে পারেন না। রোগী সুস্থ হলে চিকিৎসকদের সুনাম গাওয়া হয়। কিন্তু মৃত্যু হলে দায়ী করা হয়। এ নিয়ম চিকিৎসকদের ক্ষেত্রে বৈষম্যমূলক। কোনো দিন কোনো চিকিৎসক চান না একজন রোগীর মৃত্যু হোক। কিন্তু রোগী মারা গেলেই চিকিৎসকের দোষ হবে এটা মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর