সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিন ফসলি জমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এ প্রক্রিয়া বাতিলের দাবিতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা। নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তব্য দেন ভূমি মালিক আল-মামুন হক, হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ। আল-মামুন হক বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার পাঁচ বিঘা জমি তালিকাভুক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতি বছর আউশ, আমন ও বোরো ধান চাষ করি। এ জমি অধিগ্রহণ করা হলে পরিবার-পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, ঊর্ধŸতন কর্তৃপক্ষ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ খবর