সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় সহকারীদের হুমকি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ করায় সহকারী শিক্ষকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের বিরুদ্ধে ১০ জন সহকারী শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন। অভিযোগের বিষয় জানতে পেরে সহকারী শিক্ষকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সাবিরুদ্দিন বলেন, কয়েকজন শিক্ষককে অনৈতিক সুবিধা না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ খবর