মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সমন্বিত কৃষি খামারে সাফল্য

দিনাজপুর প্রতিনিধি

শখের বশে মুরগি পালন শুরু করেন। এখন মাছ, মুরগি ও গরুর খামার করে সবার কাছে দৃষ্টান্ত হয়েছেন তিনি। তার খামারে ২০ জনের কর্মসংস্থান হয়েছে। বাড়ির পাশে প্রায় ৪ একর জমিতে এই সমন্বিত খামার গড়ে তোলেন স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন। তার ডেইরি খামারের বর্জ্য দিয়ে জৈবসার তৈরি এবং গরুর গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদনের ব্যবস্থা রয়েছে। মুরগি ও গরুর খামারের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেছেন। তার সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক খামার ব্যবস্থাপনায় এগিয়ে আসছেন। জয়নাল আবেদীনের বাড়ি খানসামার আঙ্গারপাড়া ছাতিয়ানগড় গ্রামে। কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তিনি প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছেন।

 

সর্বশেষ খবর