বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাদকবিরোধী কমিটি গঠন করায় আহ্বায়ককে বেধড়ক লাঠিপেটা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক স্পট বন্ধে মাদকবিরোধী কমিটি গঠন করায় বেধড়ক লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন ইমাম হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ফতুল্লা রেলস্টেশন ব্যাংক কলোনি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ হয়েছে। স্থানীয়রা জানান, ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি, বায়েজিদ বোস্তামী রোড ও এর আশপাশের প্রায় ২৫টির বেশি মাদক স্পট রয়েছে। এগুলো বন্ধ করতে স্থানীয় ইমাম হোসেনকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটি এলাকায় মাদকবিরোধী লিফলেট ও সেমিনার করে। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে স্থানীয় মাদক কারবারিরা প্রকাশ্যে কমিটির আহ্বায়ক ইমাম হোসেনকে মারধর এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় আহত ইমামকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ খবর