সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অবাধে বিক্রি হচ্ছে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট-বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজারে প্রায় প্রতিদিন মানবদেহের জন্য অধিক ক্ষতিকর আফিকান মাগুর মাছ ও মাঝে মধ্যে পিরানহা মাছ অবাধে বিক্রি হচ্ছে। এ ছাড়া শহর ও গ্রামের বিভিন্ন হাট-বাজারসহ ফেরি করে এসব মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। আর এসব মাছ বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ আর্থিক সুবিধা নিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে জেলার বিভিন্ন স্থানে ম্যানেজ পদ্ধতির মাধ্যমে আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রসঙ্গত, মানবদেহের জন্য অধিক ক্ষতিকর হওয়ায় আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ চাষ নিষিদ্ধ করা হলেও কোন যাদুর বলে এসব মাছ অবাধে বেচা-কেনা হচ্ছে তা ভাবিয়ে তুলেছে সচেতন মানুষকে।

 তাদের দাবি এসবের সঙ্গে জড়িত মাছ চাষি, বিক্রেতা ও সুবিধা আদায়কারী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

সর্বশেষ খবর