সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে বিএসএফ সদস্যসহ ছয় মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকায় জলসীমা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফের ছয় সদস্যসহ ছয়টি মহিষ আটক করে বিজিবি। পরে পাতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যদের ফেরত দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর এলাকায়।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন গতকাল সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর এলাকায় বিএসএফের একটি টহলদল চোরাকারবারিদের ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় ৫৩ বিজিবির টহলদল ছয়টি ভারতীয় মহিষসহ তাদের আটক করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর সন্ধ্যায় বিএসএফ সদস্যদের তাদের কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়। তবে ছয়টি মহিষ জব্দ করা হয়েছে। এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর