সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নামছেন জেলেরা

প্রতিদিন ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নামছেন জেলেরা

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে সমুদ্রে যাচ্ছে জেলেরা -বাংলাদেশ প্রতিদিন

ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৫ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল দিবাগত রাতে। দীর্ঘ ছুটি কাটিয়ে জেলেরা ভোর থেকে সাগরে মাছ আহরণে ফিশিং ট্রলার নিয়ে যাত্রা শুরু করেছেন।

বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবিবাজার, কচুয়া উপজেলার বগা, শরণখোলার রায়েন্দা, রামপাল ও মোংলার বিভিন্ন স্থান থেকে মাছ ধরা সরঞ্জামসহ ফিশিং ট্রলারে করে সাগরের উদ্দেশে উপকূলে রওনা দিয়েছেন কয়েক হাজার জেলে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল বলেন, নিষেধাজ্ঞা শেষে আজ ভোর থেকে জেলেরা সাগরে মাছ আহরণ শুরু করবে।

পটুয়াখালীর আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, টানা দুই মাস নিষেধাজ্ঞা শেষে মহিপুর-আলিপুর আড়ত ঘাট থেকে শত শত ট্রলার ইলিশ আহরণের জন্য গভীর সাগরের উদ্দেশে যাত্রা করেছে।

কক্সবাজার জেলার কুতুবদিয়ায় নিষেধাজ্ঞা শেষে জেলেরা নতুন উদ্যমে সাগরে মাছ ধরতে নেমেছেন। এ নিয়ে জেলে পাড়ায় মৎস্যজীবীদের ব্যস্ততা বেড়ে গেছে।

সর্বশেষ খবর