মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বালুর গদিতে হামলা

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক বালুর গদি দখলের উদ্দেশ্যে হামলা করে ২ লাখ টাকা লুট ও বালুর গদিটির একটি ভেকু ভাঙচুর করে আড়াই লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার আতলাশপুর এলাকায়। বালুর গদিটির মালিক মোবারক হোসেন জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে আতলাশপুর এলাকার জমিতে বৈধভাবে বালুর ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন ধরে স্থানীয় লিটন (৩৫), কাউসার (৩৩), মারুফ (৩০), জুয়েল (৩৪), জিকরুল (৪০), আনিছ ভূঁইয়া (২৮), গোলাম রাব্বী (২৬), সুফিয়ান (২৪), স্বপন (৪১), হুমায়ুন কবিররা (৪৫) তার ব্যবসা দখলের পাঁয়তারা করে আসছিল। গতকাল সকালে অজ্ঞাতনামা আরও ১০/১২ মিলে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে গদিতে হামলা করে গদির ক্যাশ বাক্সে থাকা ২ লাখ টাকা লুট করে। এ ছাড়া একটি ভেকু ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় বাধা দেওয়ায় তারা মোবারক হোসেনকে উপর্যুপরি পিটিয়ে আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে কি কারণে এ ঘটনা ঘটল তদন্ত করে দেখা হচ্ছে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মারুফ সব অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর