মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পোশাক কারখানার চুরি হওয়া কাপড় চট্টগ্রাম থেকে উদ্ধার

সাভার প্রতিনিধি

সাভারের তৈরি পোশাক কারখানার চুরি হওয়া কাপড়ের রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককেও গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি। তিনি জানায়, সাভারের আমিনবাজারের চানপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার বিভিন্ন রঙের কাপড়ের এক হাজার ১৬টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে কাজী অ্যান্ড সন্সের মালিকানাধীন এর কাভার্ড ভ্যানের ড্রাইভার রিপন মাইনুদ্দিন রোলগুলো নিয়ে সাভারে ওই কারখানায় আসার জন্য রওয়ানা দেন। পরে মহাসড়কে কৌশলে ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার প্রায় ৩২ লাখ টাকার ৬৪টি রোল চুরি করেন তিনি। পরে ওই কাভার্ড ভ্যানটি সাভারের পোশাক কারখানায় আসলে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি কাপড়ের রোল চুরি হওয়ার কথা শিকার করেন।

পরে ২২ জুলাই কারখানার এডমিন সুপার ভাইজার মানিক হাওলাদার বেশ কয়েক জনের নামে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া সব কাপড়ের রোল উদ্ধার করে আসামি রিপন মাইনুদ্দিনকে গ্রেফতার করে। পরে কাভার্ড ভ্যানটিও জব্দ করে। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন- জিজ্ঞাসাবাদের জন্য কাভার্ড ভ্যানের ট্রাক চালককে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ আরও নানা অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন থানায়। দুপুরের আসামিদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। টিমটেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান কাজী মনির উদ্দিন তারিম বলেন- আমার কারখানার মালামাল লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর