শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৫০ বছর বাঁশের সাঁকোয় পারাপার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদের ওপর বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দুই ইউনিয়নের মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। অবিলম্বে এখানে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সরেজমিন দেখা যায়, পূর্বদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন আর পশ্চিমে মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থান। দুই ইউনিয়নের মাঝখানে টাঙ্গন নদ। যাতায়াতের জন্য দুই ইউনিয়নের বাসিন্দারা নিজ উদ্যোগে নদের ওপর প্রায় ১ হাজার ফুট দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রত্যেক বছর বন্যায় সাঁকোটি ভেসে যায়। বন্যা শেষ হলেই পুনরায় মাতৃগাঁও ঘাটে নদের ওপর তৈরি করা হয় সাঁকো। মাতৃগাঁও গ্রামের আবুল খায়ের বলেন, ৫০ বছর ধরে ঝুঁকি নিয়ে দুই ইউনিয়নের ২০ গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করছে। কলেজশিক্ষার্থী শাহ আলম বলেন, প্রতিদিন সাঁকো দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে। একবার এক শিক্ষার্থী সাঁকো থেকে নদে পড়ে গিয়েছিল; তাকে স্থানীয়রা উদ্ধার করেন। মোহাম্মদপুর মধ্যপাড়া গ্রামের ষাটোর্ধ্ব জিলানী বলেন, সাঁকোর বদলে এখানে একটি সেতু আমাদের দীর্ঘদিনের দাবি। ভোটের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও বাস্তবায়ন হয়নি। চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের মানুষ। সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, মানুষের দুর্ভোগ নিরসনে ইতোমধ্যে টাঙ্গন নদীর মাতৃগাঁও ঘাটে একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।

সর্বশেষ খবর