বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
নিয়োগের টাকা আত্মসাৎ

মাদরাসা সুপার অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চতুর্থ শ্রেণির তিনটি শূন্য পদে নিয়োগ দিয়ে মাদরাসার উন্নয়নে আদায়কৃত ৩০ লাখ টাকা তহবিলে জমা না করায় সুপার ও সহসুপারকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। ভোলাহাট উপজেলার ময়ামারি দাখিল মাদরাসায় গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে উদ্ধার করে।

জানা যায়, মাদরাসায় চতুর্থ শ্রেণির তিনটি পদে নিয়োগের ৩০ লাখ টাকা উন্নয়ন তহবিলে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। সভাপতি মোসলেম উদ্দিন ও সুপার নুরুল ইসলাম ৩০ লাখের মধ্যে মাত্র সাড়ে ৪ লাখ টাকা তহবিলে জমা দেন। বিষয়টি জানাজানি হলে সোমবার সকাল ১০টার দিকে মাদরাসা সুপার নুরুল ইসলাম ও সহসুপার আজিজুল ইসলামকে অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। এ বিষয়ে মাদরাসা সুপার ও সহসুপার কথা বলতে রাজি হননি। ব্যবস্থাপনা কমিটির সভাপতি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর