বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়েছে চর্মরোগ

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়েছে চর্মরোগ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস বা চর্মরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় আনুমানিক ৪০ শতাংশ মানুষ বর্তমানে স্ক্যাবিসে আক্রান্ত। কিছু ক্যাম্পে আক্রান্তের হার ৭০ শতাংশের বেশি। এ অবস্থায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) চিকিৎসক দল। এমএসএফ বলছে, স্ক্যাবিসের চিকিৎসা প্রক্রিয়া সহজ। তবে সময়মতো চিকিৎসাসেবা না পেলে এটি মানুষের মধ্যে গুরুতর শারীরিক ও মানসিক প্রভাব ফেলতে পারে। সাধারণ চিকিৎসাব্যবস্থার মধ্যে রয়েছে রোগীদের ত্বক, জামাকাপড় ও ঘরে কিছু ওষুধ প্রয়োগ করা; যা স্ক্যাবিসের পরজীবীগুলো নির্মূল করতে পারে। ২০২২ সালের মার্চে ক্যাম্পে স্ক্যাবিসে আক্রান্ত রোগী বেড়েছিল, তখন এমএসএফ চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মে’র মধ্যে ক্যাম্পে এমএসএফ টিম প্রায় ৭০ হাজার রোগীর চিকিৎসা দিয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বাংলাদেশে এমএসএফের ডেপুটি মেডিকেল কো-অর্ডিনেটর ডা. পঙ্কজ পাল বলেন, ‘চিকিৎসা দিতে গিয়ে আমরা দিনে প্রায় ৭০০ রোগী দেখেছি। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি এমনই ছিল। এই ক্রমবর্ধমান রোগী সামাল দেওয়ার বিশাল কাজের চাপ সামলেও আমরা বারবার সতর্ক করেছি। এ মুহূর্তে স্ক্যাবিসের জন্য চিকিৎসা নিতে আসা সব রোগীকে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারছি না, আমাদের সেই সক্ষমতা নেই।’ বাংলাদেশে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স গত বছর রোহিঙ্গা শরণার্থী শিবিরের পানি ও স্যানিটেশন পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। এতে দেখা যায়, ক্যাম্পের পানি ও স্যানিটেশন পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে যথাযথ স্যানিটেশনের অভাব এবং পর্যাপ্ত পানির স্বল্পতা রয়েছে।

সর্বশেষ খবর