বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় বাস ধর্মঘটে যাত্রী ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বাস ধর্মঘটে যাত্রী ভোগান্তি

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি কোনো বাস

নওগাঁয় এক চালকের মুক্তি দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘট চলছে। কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে বাস বন্ধের ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। গতকাল বাস বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল সকালে গিয়ে দেখা যায়, অভ্যন্তরীণ রুটে চলা বাস না পেয়ে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাসমালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই নওগাঁ-সাপাহার রুটে চলাচলকারী একটি বাসের ব্রেক ফেল করায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। বাসটির সঙ্গে দুটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস-মাইক্রোবাসের যাত্রীসহ কয়েকজন আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হলে বাসচালক ইমরান হোসেন ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। গত রবিবার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন দেননি। বাসচালক ইমরানসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাত শ্রমিক কারাগারে রয়েছেন। তাদের মুক্তি দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘটের ডাক দেন সাধারণ শ্রমিকরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম বলেন, বাদীপক্ষের সঙ্গে আপসনামা করে আগামী রবিবার আবার আদালতে জামিনের জন্য আবেদন করা হবে। জামিন না হলে শ্রমিকদের এই কর্মবিরতি চলবে।

 

সর্বশেষ খবর