বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেতুতে গর্ত, চলাচলে বিঘ্ন

দিনাজপুর প্রতিনিধি

সেতুতে গর্ত, চলাচলে বিঘ্ন

দিনাজপুরের বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও জেলার গড়েয়া আঞ্চলিক সড়কের দেবীপুরের সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর মাঝখানে ঢালাই উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের এই সেতু দিয়ে নিজপাড়া, মরিচা, পলাশবাড়ী এবং শিবরামপুর ইউপির হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। স্থানীয়রা জানান, বীরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের সঙ্গে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার সংযোগ স্থাপন করেছে এই সড়ক। সড়কের দেবীপুরে সেতুর মাঝখানে ভেঙে গর্ত হয়েছে। এতে শত শত যানবাহন সেতু পার হয় ঝুঁকি নিয়ে। রাতে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়। নিজপাড়া ইউপির চেয়ারম্যান আনিস জানান, বিপজ্জনক ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি এলজিইডিকে জানানো হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন। শুনেছি শিগগিরই সেতুর ভাঙা অংশ মেরামত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর