বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাংলাবান্ধায় ৯ দিন পাথর আমদানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

শুল্ককর বৃদ্ধির প্রতিবাদে ৯ দিন ধরে দেশের সড়ক পথের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। ফলে পাথর আমদানিনির্ভর এ বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। কমেছে তাদের আয়-রোজগার। ব্যবসায়ীরা বলছেন, সরকারিভাবে রাজস্ব ফি বাড়ানোর কারণে পাথর আমদানিতে লোকসানের মুখে পড়তে হবে তাদের। বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোওয়ারী বলেন, আগে পাথর আমদানিতে টনপ্রতি ১২ ডলার নেওয়া হতো। গত ১ আগস্ট থেকে প্রতি টনে ১ ডলার বাড়িয়ে করা হয়েছে ১৩ ডলার। এতে ভ্যাটের পরিমাণ বেড়ে ৪১ টাকা দাঁড়িয়েছে। শুল্ক বিভাগের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ১ আগস্ট থেকে পাথর আমদানি কার্যক্রম স্থগিত করেন আমদানিকারকরা।

সর্বশেষ খবর