বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সড়কে মশারি টাঙিয়ে ডেঙ্গু বিরোধী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সড়কে মশারি টাঙিয়ে ডেঙ্গু বিরোধী প্রচারণা

এডিস মশা থেকে বাঁচতে এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুরের কয়েকজন শিক্ষার্থী। নগরীর টাউন হল সংলগ্ন প্রধান সড়কের পাশে গতকাল মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তারা। অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল-সবুজ সোসাইটি নামের একটি সংগঠন। সড়কের পাশে একটি মশারি টাঙিয়ে দাঁড়ান শিক্ষার্থীরা। মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড এবং ভিতরে একজন বসে আছেন। ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গু মশার বিভিন্ন লক্ষণ এবং প্রতিকারে করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড রয়েছে দুই পাশে। এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মণি বলেন, লাল-সবুজ সোসাইটি সারা দেশে বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এ আয়োজনে অংশ নিয়েছি।

সর্বশেষ খবর