বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার দুই সড়ক

ভাঙ্গা প্রতিনিধি

বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার দুই সড়ক

খানাখন্দে বেহাল ভাঙ্গা বাজার সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের ভাঙ্গা বাজারের প্রধান গলিসহ সড়কের বেশিরভাগ অংশ ভাঙাচোরা। বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় বাজারের প্রধান দুটি সড়ক। এতে ক্রেতা-বিক্রেতা ও বাজার দিয়ে চলাচলকারী মানুষের ভোগান্তির শেষ নেই।

ভাঙ্গা বাজারে তিনটি সড়ক রয়েছে। এর মধ্যে ভাঙ্গা থানা রোড কয়েক মাস আগে পুনর্নির্মাণ করা হয়েছে। বাজারের প্রধান সড়ক হিসেবে মাঝের গলিকে বোঝায়। এ সড়ক ও আশপাশের গলি সড়কের অবস্থা খুবই খারাপ। বেহাল অবস্থা উত্তর দিকের সড়কটিরও। ভাঙ্গা বাজার ঘুরে দেখা যায়, হাজারের অধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে। এ ছাড়া বিভিন্ন পণ্যের বড় বড় শোরুম রয়েছে। ভাঙ্গা বাজারেই আছে সোনালী, কৃষি, অগ্রণী, পূবালী, ইসলামী, যমুনা, ইউসিবি ব্যাংক, কর্মসংস্থান ও এনআরবিসি ব্যাংকের শাখা। এ ছাড়া কয়েকটি ব্যাংকের উপশাখাও রয়েছে এ বাজারে। আছে টিন, রড, সিমেন্ট ও কাপড়ের বড় বড় মোকাম। প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার এ বাজারে হাট বসে। এখানে রয়েছে শতাধিক গার্মেন্টসের দোকান, ৩০টির মতো সোনার দোকান এবং ২৫টির অধিক ওষুধের দোকান। সব মিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ বাজারে। মঙ্গলবার ভাঙ্গা বাজার থেকে ঢেউটিন নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক জলীল মিয়া। তিনি বলেন, বাজারের ভিতরের সড়কে বড় বড় গর্তের পাশাপাশি কাদা-পানিতে একাকার। ভ্যান চালাতে অনেক কষ্ট হয়। বাজারে কেনাকাটা করতে আসা চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের সুজন শেখ বলেন, এত বড় বাজার কিন্তু কাদাপানির কারণে চলা যায় না। একটি পুস্তক কোম্পানির প্রতিনিধি বলেন, কাদা-পানি আর গর্তের কারণে বাজার দিয়ে হাঁটা কষ্টকর। ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা লিটু ফকির বলেন, দূরদূরান্তে ভাঙ্গা বাজারের নামডাক রয়েছে। সড়ক খারাপ হওয়ায় বৃষ্টির দিনে বাজারে এসে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সাইফুর রহমান বলেন, বৃষ্টি নামলে বাজারের ভিতরের সড়কের চিত্র খুবই করুণ হয়ে যায়। তখন হাঁটতেও অসহ্য লাগে। এ কারণে বিক্রি কমে গেছে। ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী আহসান হাবিব বলেন, ভাঙ্গা বাজারে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। শিক্ষার্থীদের বই, খাতা কিনতে ও পোশাক তৈরির জন্য প্রায়ই বাজারে আসতে হয়। বর্ষা মৌসুমের কারণে বাজারে এসে কাদাপানিতে ভোগান্তিতে পড়তে হয়। ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আইয়ুব আলী বলেন, বাজারের সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন। মাস খানেকের মধ্যে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে।

সর্বশেষ খবর