বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইন্টার্ন চিকিৎসক নিহত

প্রতিদিন ডেস্ক

বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইন্টার্ন চিকিৎসক নিহত

বরিশালে দুর্ঘটনার শিকার প্রাইভেট কার

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গতকাল প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৪ মাসের এক শিশু ও দুই শিক্ষার্থীসহ আরও ছয়জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইন্টার্ন চিকিৎসক এক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা বিনতে হাফিজ (৩০) কুমিল্লা সদর উপজেলার হাফিজুর রহমানের মেয়ে। তিনি ঢাকার উত্তরা ওমেনস মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ছিলেন।  নড়াইল :  নড়াইল-ফুলতলা সড়কের গোবরা ব্রিজ এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় হানিফ মোল্যা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য আরোহী মুন্না। গোপালগঞ্জ : গতকাল দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়ায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে আলিশা মুসকান নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা ও ভাইসহ তিনজন। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের শেখহাটিতে গতকাল ট্রাকচাপায় নিহত হয়েছেন ফ্রান্সিস সরেন (৫৫) নামে এক ব্যক্তি। নেত্রকোনা : নেত্রকোনা পৌর শহরের কুড়পাড়ায় গতকাল সকালে ট্রাকচাপায় পান্না আক্তার নামের (১৭) এক শিক্ষার্থী মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাই শরীফ মিয়া (২২)। বোয়ালমারী (ফরিদপুর) : গতকাল সকালে মধুখালীতে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম ফজলু মুন্সি (৪৫)। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গতকাল সকালে কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী খালিদ হাসান ওয়ালিদ (১৮) নামে এক শিক্ষার্থী। এতে আহত হয়েছেন চালক সেলিম হোসেন।

সর্বশেষ খবর