বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তিনটি হত্যা-ধর্ষণ মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধুর চালক আজাদ হোসেন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা গতকাল এ রায় দেন। দন্ডিতরা হলেন- টোকন মিয়া,  তাহিদুর রহমান তাহিদ ও শুকুর আলী সরদার। সাতক্ষীরার আশাশুনিতে কিশোরী ধর্ষণের দায়ে মিলন গাজী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিলন আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের কালাম গাজীর ছেলে।

এদিকে টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় লিটন মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। আসামি লিটন টাঙ্গাইলের মধুপুর উপজেলার পরীগাছা গরমবাজার গ্রামের ছোয়াদ আলীর ছেলে।

সর্বশেষ খবর