বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নাগরিক মানোন্নয়নে সিপিবির আট দফা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিকদের মানোন্নয়নে আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি উত্থাপন করেন। সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামালের সভাপতিত্বে লিখিত ৮ দফা তুলে ধরেন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম। দাবির মধ্যে রয়েছে- ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে মেশিন ও আইসিইউ ব্যবস্থা চালু, বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো। জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা। পৌরসভার দেওয়া অবৈধ রিকশার লাইসেন্স বাতিল। স্বল্প আয়ের লোকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু। যানজট নিরসনে নতুন রাস্তা নির্মাণ।

সর্বশেষ খবর