বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জেলা পরিষদের বাজেট ঘোষণা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬১ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু এ বাজেট ঘোষণা করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা পরিষদের উপদেষ্টা সাঈপুজ্জামান শিখর এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর