বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী-পথচারী

সাভার প্রতিনিধি

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী-পথচারী

মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেঁষে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলছেন স্থানীয়রা। কখনো দীর্ঘদিন এ ময়লা অপসারণ না করায় তা স্তূপে পরিণত হয়। তখন উৎকট গন্ধ সহ্য করে সড়কের ওই অংশ পার হতে হয় পথচারী ও যাত্রীদের। এমন অবস্থা সাভারে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার।

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছাড়াও এ মহাসড়ক দিয়ে পোশাক শ্রমিক, শিক্ষার্থীরা যাতায়াত করেন। প্রতিদিন তাদের বিড়ম্বনার শিকার হতে হয়। সরেজমিন দেখা যায়, বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বাম দিকে অন্তত আধা কিলোমিটারজুড়ে বর্জ্যরে স্তূপ। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কার্টন, কর্কশিট, কাগজ, পলিথিন, ক্লিনিক্যাল বর্জ্য, উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এসব আবর্জনা গড়িয়ে পড়ছে পাশের জলাশয়েও। এতে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকার সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে। স্থানীয় ফারুক হোসেন বলেন, ময়লার স্তূপ পেরিয়ে আশপাশের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে। দুর্গন্ধে নাকে-মুখে রুমাল চেপে চলতে হয়। একটু বৃষ্টি হলে বর্জ্য মূল সড়কেও চলে আসে। এভাবে ময়লা ফেলায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগজীবাণু। উপদ্রব দেখা দিয়েছে মশার। বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এখানে আবর্জনা না ফেলার জন্য স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বারবার অনুরোধ করা হয়েছে। এর পরও সবাই ময়লা ফেলছেন। তবে কিছুদিন পরপর স্থানটি পরিষ্কার করা হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়া উচিত। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ময়লা নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। সড়ক ও জনপথ বিভাগ অভিযোগ দিলে দেখব। ঢাকার কল্যাণপুর সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগের প্রকৌশলী জামিল আক্তার বলেন, বারবার সতর্ক করলেও কেউ কথা শুনছেন না।

সর্বশেষ খবর