বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জেলা বিএনপির দুই নেতার উচ্চ আদালতে জামিন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পুলিশের দায়ের করা তিন মামলায় কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাজেদুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গতকাল হাই কোর্টের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতাদের আইনজীবী ও বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাছদে জানান, নিম্ন আদালতে দুই নেতার জামিন না হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হয়। গত সোমবার দুই বিচারপতি দ্বৈত বেঞ্চ তাদের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেছন। আইনি প্রক্রিয়া শেষে তারা কারাগার থেকে মুক্তি পাবেন। এর আগে ১৮ জুলাই জেলা বিএনপরি এক দফা দাবিতে পদযাত্রাকালে শহরের ইয়াকুবিয়া মোড়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় রাতে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলসহ শতাধিক বিএনপি নেতা-কর্মীদের নামে সদর থানায় তিনটি মামলা করে পুলিশ। কর্তব্যরত পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুরসহ একাধিক অভিযোগে এনে মামলাকরা হয়। মামলার পর রাতেই ডিবি অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের দুজনকে গ্রেফতার করে।

 

সর্বশেষ খবর