বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

’৭৫-এর ১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় শিবির নেতাকে পিটুনি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ’৭৫-এর ১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় শিবির নেতাকে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ১১টার দিকে জেলার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকায়। জানা গেছে, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. সোহেল রানা তার নিজস্ব ফেসবুক আইডিতে যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে একটি পোস্ট দেন। সেখানে তিনি মন্তব্য করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। বর্তমান সরকার নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে। ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জবাসী। এসব কারণে স্বাধীনতাপক্ষের রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। পরে শিবির নেতাকে মারধর দিয়ে ছেড়ে দেয়।

‘জীবনের শেষ মুহূর্তে আল্লামা সাঈদী এর পরিবারের সদস্যদের পর্যন্ত কাছে যেতে দেয়নি হায়েনারা, ঢাকায় একটা জানাজা পর্যন্ত পড়তে দেয়নি, এবার চিন্তা করে বলুন যে, ’৭৫-এর ১৫ আগস্ট কতটা জরুরি ছিল?’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিতর্কিত মন্তব্য দেখে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. সোহেল রানাকে মেডিকেল মোড় এলাকায় পেয়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ভোলাহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ’৭৫-এর ১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে ভোলাহাট থানার ওসি মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর