শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা

হিলি প্রতিনিধি

সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা করে। একসপ্তাহ পূর্বে প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবকিছুর দাম যখন ঊর্ধ্বমুখী এমন সময় শুকনা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, বাজারে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যেরই দাম বাড়তি। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে যার কারণে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমন সময়ে শুকনা মরিচের দাম কমায় কিছুটা হলেও আমাদের জন্য সুবিধা হচ্ছে। তবে শুকনা মরিচের দাম যেন পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় আসে সেই দাবি জানাচ্ছি আমরা। অপর ক্রেতা নাজমা বেগম বলেন, শুকনা মরিচের বাড়তি দামের কারণে বাধ্য হয়ে ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছিলাম। যেখানে ২৫০ গ্রাম লাগতো সেখানে ১০০ গ্রাম কিনতাম।

সর্বশেষ খবর