শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

স্কুলে মশার ওষুধ ছিটানোর পর ১০ শিক্ষার্থী অসুস্থ

নরসিংদী প্রতিনিধি

স্কুলে মশার ওষুধ ছিটানোর পর ১০ শিক্ষার্থী অসুস্থ

হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অসুস্থদের -বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীতে মশার ওষুধের বিষক্রিয়ায় এক স্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। নরসিংদী বালিকা উচ্চবিদ্যানিকেতন স্কুলে গতকাল এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো- সপ্তম শ্রেণির জান্নাত, আয়েশা, তুবা এবং ষষ্ঠ শ্রেণির আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত ও মুক্তা। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ফলে মশক নিধন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বুধবার দুপুরে নরসিংদী বালিকা উচ্চবিদ্যানিকেতন, মহিলা কলেজ ও শিউলিবাগ বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে মশার ওষুধ ছিটানো হয়। তখন বালিকা উচ্চ বিদ্যানিকেতনে ক্লাস চলছিল। কিছুক্ষণ পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ তুবা জানায়, মশা মারার ওষুধ ছিটানোর পরই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ বলেন, মশার ওষুধের বিষক্রিয়াই ছাত্রীরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়। প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, কয়েকজন ছাত্রী অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিই। এখন সব শিক্ষার্থী ভালো আছে। সবাই বাসায় চলে গেছে। নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে এডিস মশা বেড়ে যাওয়ায় নিধনে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হচ্ছে। ওষুধের বিষক্রিয়া হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেন এমন হয়েছে চিকিৎসক ভালো বলতে পারবেন।

সর্বশেষ খবর