শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর অবরুদ্ধ ৩০ পরিবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে দীর্ঘদিনের চলার রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে ২৫-৩০টি পরিবার। এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা চেয়েও প্রতিকার মিলছে না বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

জানা যায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শ্যারস স্কুল এলাকায় ৫০-৬০টি পরিবারের বাস। তাদের চলার সড়কটি ইউনিয়ন পরিষদ এবং মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ওয়াকফ জমির ওপর নির্মাণ করা হয়েছে। সড়কটি দখল করে বাড়ি নির্মাণ করছেন আবুল কাশেম নামে এক ব্যক্তি। এ ছাড়া কিছু অংশে সীমানাপ্রাচীর তৈরি করেছেন ইসলাম উদ্দিন ও আতাব উদ্দিন। এতে রাস্তা বন্ধ হয়ে গেছে ৩০টি পরিবারের। ভোগান্তিতে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। ভুক্তভোগী রমজান আলী ভাণ্ডারী বলেন, সড়ক দুটি দিয়ে প্রায় ৪০ বছর ধরে ৩০টির বেশি পরিবারের মানুষ চলাচল করে আসছে। ওই সড়কে বাড়ি এবং সীমানাপ্রাচীর নির্মাণ করায় ওই সব পরিবার এখন কার্যত অবরুদ্ধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), তেলিহাটি ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করা হয়। তদন্তে সত্যতা পেয়ে উপজেলা ভূমি সার্ভেয়ার মাপঝোঁক করে বাড়ি নির্মাণ বন্ধের কথা বললেও কিছুদিন পর আবার কাজ শুরু করেছে। শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্ত করে রাস্তা বন্ধের সত্যতা পাওয়া যায়। আমরা সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি। অনুমতি পেলে উদ্ধার অভিযান চালিয়ে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ খবর