শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের মৃত্যু নেই

এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ঘাতকের দল মনে করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তাঁর আদর্শ মুছে ফেলা যাবে। তারা জানে না, ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তাঁর রাজনৈতিক আদর্শ ও দর্শনের মৃত্যু নেই। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের চেতনার মূর্ত প্রতীক। নীতির ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। বঙ্গবন্ধু ছিলেন কোমল হৃদয় ও অসীম সহ্য ক্ষমতার অধিকারী। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে জাতির পিতার তুলনা বিশ্বের ইতিহাসে বিরল। শরীয়তপুরের নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে গতকাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নড়িয়া আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বাবু অনল কুমার দে, ওহাব বেপারী, ইসমাইল হক, জহির সিকদার, আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর