শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নদীবন্দরে আনসার সদস্যের ওপর শ্রমিকদের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ে বুধবার রাতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা এক আনসার সদস্যকে মারধর করে তার অস্ত্র লুটের চেষ্টা চালায়। হামলার শিকার ওই সদস্যের ডাকচিৎকারে তার সহকর্মীরা এসে হামলাকারীর কয়েকজনকে আটক করেন। পরে তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে আটকদের ছিনিয়ে নিয়ে যায়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ের সহকারী প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে আনসার সদস্য মিনু মিয়া গেটে তালা লাগাতে যায়। এ সময় ৭-৮ জন পরিবহন শ্রমিক গেটের পাশে দাঁড়িয়ে বাগবিতণ্ডায় লিপ্ত ছিল। তখন আনসার সদস্য মিনু তাদের সরে যেতে বললে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা অস্ত্র (শর্টগান) ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে অন্য আনসার সদস্যরা এসে তাকে উদ্ধার করে এবং হামলকারী কয়েকজনকে আটক করে। খবর পেয়ে একদল শ্রমিক এসে লোহার গ্রিল ভেঙে আটকদের ছিনিয়ে নিয়ে যায়। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, রাতে আনসার সদস্যরা থানায় এসে মৌখিকভাবে জানিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর