শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হাত বদলেই দ্বিগুণ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হাত বদলেই দ্বিগুণ সবজির দাম

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। সাধারণ ক্রেতারা বলছেন, হাত বদলেই দ্বিগুণ হচ্ছে সবজির দর। বগুড়ার পাইকারি বাজার মহাস্থান হাট এবং শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, আলু, পিঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, করলা, টমেটো, ঢেঁড়স, পটোল, শসা, কচুমুখিসহ সব সবজির দাম ঊর্ধŸমুখী। এসব সবজি উত্তাপ ছড়াচ্ছে বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে গাজর ও টমেটোর দাম। খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩২০ ও গাজর ১৬০ টাকায়। দেশি পিঁয়াজের কেজি ৮০ এবং কাঁচামরিচ ২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম ১০-১৫ টাকা এবং কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০, পটোল ৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা করে। এ ছাড়া করলা ৮০ ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। বেগুন ৫০-৬০ টাকা, লালশাক প্রতি কেজি ৪০, পালংশাক ৬০ টাকা কেজি দরে বিকিকিনি হচ্ছে। প্রায় সব সবজির দাম কেজিতে ১৫-২০টা বেড়েছে। সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক মুসা মণ্ডল জানান, কয়েকদিনের বৃষ্টির কারণে অনেক সবজি খেত নষ্ট হয়েছে। যে কারণে দাম বেড়েছে। তিনি আরও জানান, আমরা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করে পাচ্ছি ১৫০ টাকা। শহরে গিয়ে সেই মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৫০ টাকায়। হাত বদলেই প্রায় দ্বিগুণ দাম বাড়ছে এসব সবজির।

মহাস্থানগড় এলাকার বাসিন্দা সাজেদুর রহমান সাজু জানান, সবজির অন্যতম পাইকারি মোকাম মহাস্থান হাট। এ বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে কিন্তু দাম চড়া। বগুড়া শহরে সবজি কিনতে আসা পল্লীমঙ্গল এলাকার আমিনুল ইসলাম জানান, হঠাৎ পাইকারি বাজার থেকে খুচরা বাজারে প্রতিটি সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আমাদের মতো নিম্নআয়ের মানুষ বাজারে এসে হিমশিম খাচ্ছে। শহরের কলোনি বাজারের ব্যবসায়ী হাসান আলী জানান, সব ধরনের সবজির আমদানি থাকা সত্ত্বেও দাম বেড়েছে। এসব বড় বড় আড়তদারদের কারসাজি। আমাদের বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মতলুব রহমান জানান, বৃষ্টিতে সবজির তেমন ক্ষতি হয়নি। বাজারে সরবরাহও স্বাভাবিক। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কোনো কোনো বাজারে সবজির দাম বেড়েছে।

 

সর্বশেষ খবর