শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তাদের মুখে ভোটাধিকারের কথা বেমানান : খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ দেশে থাকতে হলে স্বাধীনতার ঘোষণাপত্র, ইশতেহার মেনেই রাজনীতি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কোনো সুযোগ নেই। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান মারা যাওয়া পর্যন্ত তিনি সান্ধ্য আইন চালু রেখেছিলেন। তখন রাত ১২টার থেকে ভোর ৬টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বের হতে পারতেন না। যারা সারা দেশে সান্ধ্য আইন চালু করেছিলেন তারাই এখন গণতন্ত্রের কথা বলছেন। হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোটাধিকার হরণকারীরা আমাদের ভোটাধিকার শেখাচ্ছেন। যারা বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছেন তারা বলেছেন- দেশে সুশাসন চাই, আইনের শাসন চাই। তাদের মুখে এসব কথা বেমানান। দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি স্বরূপ বকশি বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।

সর্বশেষ খবর