শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কলমাকান্দা সীমান্তে আগুনে পুড়ল বাজার

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দা সীমান্তে আগুনে পুড়ল বাজার

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার লেঙগুরায় আগুনে পুড়ল বাজারের দোকানপাট। এতে পাইকারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২১টি দোকান পুড়ে আনুমানিক দেড় থেকে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সকালে উপজেলার লেঙগুরা ইউনিয়নের লেঙগুরা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সড়কের অবস্থা ভালো না থাকায় দ্রুত পৌঁছাতে পারে না কোনো যানবাহনই। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী নুরুল হক জানান, সকালে হঠাৎ বাজারের মনু মুদির দোকান ও এনামুল হক পাখির কাপড়ের দোকান ঘরের মাঝখানে ধোঁয়া বের হতে দেখেন। পরে তার চিৎকারের বাজারের লোকজন ছুটে এলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

এদিকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেঙগুরা বিওপির সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালায়। পরে  স্থানীয়রা কলমাকান্দা ও দুর্গাপুর দমকল বাহিনীকে খবর দেন। বাজারের ব্যবসায়ীরা জানান, পাইকারি ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু মুদির দোকান, বেলায়েত হোসেন শুভ্র মৃধার মুদির দোকান, এনামুল হক পাখির কাপড়ের দোকানঘরসহ প্রায় ২১টি দোকানের দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বাজারের প্রত্যেকটি দোকান একসঙ্গে লাগুয়া থাকায় এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। লেঙগুরা বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি মো. মিলন মিয়া বলেন, আগুন লেগে মালামালসহ ২১টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ওয়ার মো. শাহাজাহান জানান, সকাল ৮টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্গাপর ইউনিটসহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-  বৈদ্যুতিক শর্টসার্কিট এ আগুনের সূত্রপাত ঘটেছে তবে তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর