শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খাদ্য গুদামে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ছাদ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা খাদ্য গুদামটি কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে মজুদ করা হচ্ছে শত শত মেট্রিক টন সরকারি খাদ্যশস্য। খাদ্যশস্য মজুদের জন্য ১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি ভবনের একটির ছাদ থেকে পানি পড়ে। অধীক ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হচ্ছে এফএস (ফুড সাপ্লাই)-২ ভবনটি। বর্ষা মৌসুমে এফএস-২ ভবনটির ছাদ চুইয়ে পানি পড়ে ভিতরে। মজুদকৃত খাদ্যশস্য নিরাপদ রাখতে পলিথিন ও ত্রিপল ব্যবহার করছেন গুদাম কর্তৃপক্ষ। ১৯৮২ সালে খাদ্য গুদামের ভবন দুটি নির্মাণ করা হয়। প্রতিটির ধারণ ক্ষমতা ১ হাজার মেট্রিক টন করে। পৌরসভা ও ১৬টি ইউনিয়নে বিভিন্ন ধরনের বরাদ্দের জন্য প্রতি বছর এ গুদামে প্রায় ৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ও বিতরণ করা হয়। বর্তমানে তাৎক্ষণিকভাবে বিতরণযোগ্য খাদ্যশস্য রাখা হচ্ছে ঝুঁকিপূর্ণ এফএস-২ ভবনটিতে। এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা টোকন ভৌমিক বলেন, প্রায় ৩০ বছর পূর্বে এ ভবন দুটি নির্মাণ করা হয়। এর মধ্যে এফএস-২ ভবনটি ব্যবহারের অযোগ্য।

বর্ষা মৌসুমে ছাদ থেকে পানি পড়ে। পলিথিন ও ত্রিপল দিয়ে ধান-চালের বস্তা ঢেকে রাখা হয়েছে। ভবনটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবগত করা হয়েছে। ইতোমধ্যে কর্মকর্তাদের একটি দল সরেজমিন পরিদর্শন করেছেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও গুদাম কর্মকর্তা জানান।

সর্বশেষ খবর