শিরোনাম
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের সেবায় খুশি রোগীরা

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটালের সেবায় খুশি রোগীরা

কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী চেরাগ আলী উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন ১৮০০ মানুষ। গতকাল সকাল ৯টায় শুরু হয়ে চিকিৎসা কার্যক্রম শেষ হয় বিকাল ৫টায়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেবা দেওয়া হয়। সকালে বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, শত শত মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে সেবাপ্রত্যাশীদের নির্দিষ্ট বুথে পৌঁছে দিচ্ছেন। বরুড়ার তিন ইউনিয়ন- শিলমুড়ী উত্তর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুরের রোগীদের এদিন সেবা দেওয়া হয়েছে। আমড়াতলী গ্রামের আবদুল কুদ্দুস জানান, কাছের জিনিস স্পষ্ট দেখি না। ডাক্তাররা চোখ দেখে ওষুধ ও চশমা দিয়েছেন। আয়োজকদের জন্য দোয়া করি। শিলমুড়ী গ্রামের রাহেলা জানান, চোখে ছানি পড়েছে। ডাক্তার বলছে, ঢাকায় নিয়ে অপারেশন করাবে। অনুষ্ঠান সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন কল্লোল জানান, বরুড়ায় এটি চতুর্থ ধাপের আই ক্যাম্প। এর আগে ঝলম, পয়ালগাছা ও হরিপুর ইউনিয়নে ক্যাম্প হয়েছে। সেখানে ৬ হাজার রোগীকে সেবা দেওয়া হয়। বিনামূল্যে অপারেশন করা হয় ১১০০ জনকে। বরুড়ায় আরও দুটি ক্যাম্প করা হবে। সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এমন মহৎ আয়োজনে সহযোগিতার জন্য। আই ক্যাম্পের প্রধান অধ্যাপক ডা. সালেহ আহমেদ জানান, দেশের অনেক জায়গায় আমরা ক্যাম্প করেছি। বরুড়ায় বেশি সাড়া পেয়েছি।

সর্বশেষ খবর