শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ২৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল কোস্টগার্ড আটক করেছে। গতকাল গোপন সংবাদে মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

অভিযানকালে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম.ভি গাজী সালাউদ্দীন-এ তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

যার আনুমানিক মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। আটক জালের মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা  মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর