রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

‘যতীন সরকার জীবন্ত পাঠশালা’

নেত্রকোনা প্রতিনিধি

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক প্রগতিশীল লেখক শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেছেন নেত্রকোনাবাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান। ভক্ত-অনুরাগীরা বলেন, যতীন সরকার একজন জলন্ত পাঠশালা। তিনি মানুষকে জ্ঞান দিয়ে যাচ্ছেন এখনো। নেত্রকোনা পৌর শহরের সাতপাই বানপ্রস্থে প্রদীপ জালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গান ও আলোচনার আয়োজন করে জন্মদিন উদযাপন পর্ষদ। ফুলে ফুলে সিক্ত হন যতীন সরকার। জন্মদিন উদযাপন পর্ষদের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। শুভেচ্ছা জানাতে ময়মনসিংহসহ বিভিন্ন স্থান থেকে আসেন ভক্ত-অনুরাগী। উল্লেখ্য, অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালে কেন্দুয়া উপজেলার চন্দপাড়ায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে অধ্যাপনা শেষে ২০০৫ সাল থেকে নেত্রকোনায় অবসর জীবন কাটাচ্ছেন তিনি।

সর্বশেষ খবর