রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভুল রাস্তা খোঁড়ায় দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভুল রাস্তা খোঁড়ায় দুর্ভোগ

সিরাজগঞ্জের রতনকান্দিতে রাস্তা রিপেয়ারিংয়ের নামে গজারিয়া-গোবিন্দপোটল পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা খনন করে গা-ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের মানুষ। জানা যায়, সাত মাস আগে অন্য এলাকার রাস্তার পরিবর্তে ভুলবশত অন্য রাস্তা খনন করে তা মেরামত না করে কাজ ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তা খননের পর থেকেই মানুষকে তীব্র ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রতনকান্দির সড়াতৈল, খোলাবাড়ী, পোড়াবাড়ী, নারান্দিয়া, গোবিন্দপোটল, শ্যামপুর, চিলগাছা, ভেন্নাবাড়ী, একডালা, কুড়ালিয়া, বাহুকা, বিনয়পুরসহ প্রায় ২৫ গ্রামের মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করে। হাটবাজারে পণ্য পরিবহনের পাশাপাশি দূর-দূরান্তের শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার প্রধান মাধ্যম এ রাস্তা। সড়াতৈল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন রতনকান্দির বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী এ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে। ইউপি সদস্য রিপন মিয়া জানান, বেশ কিছুদিন হলো রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, কে বা কোন ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি খনন করে রেখে গেছে তা জানা নেই।

সর্বশেষ খবর