রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুন্সীগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল আদালতের কনফারেন্স রুমে গতকাল সকালে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সভায় বিচার প্রার্থীদের সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা চিহ্নিত করে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, জেলার নৌ পুলিশের পুলিশ সুপার মীনা মাহামুদ, সিআইডির পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইউসুফ, মানিক দাস, জশিতা ইসলাম, মোসা. রহিমা আক্তার, শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার, জেলা বারের সভাপতি মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, জেলার পিবিআই প্রতিনিধি ইন্সপেক্টর মো. জহির, কোর্ট পরিদর্শক মো. জামাল হোসেনসহ জেলার ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, সমাজসেবা কর্মকর্তা মো. আবু কাউসার, জেল সুপারের প্রতিনিধি, মৎস্য কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সর্বশেষ খবর