সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

‘তত্ত্বাবধায়ক সরকার করতে হবে বিদেশি প্রতিনিধিরা বলেননি’

ভোলা প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিদেশি প্রতিনিধির কেউ বলেননি তত্ত্বাবধয়ক সরকার গঠন করতে হবে। সবাই বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হবে। গতকাল দুপুরে ভোলার সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না উল্লেখ করে শাজাহান খান আরও বলেন, বিএনপি যে কথা বলছে, এই সরকারকে উৎখাত করবে। ক্ষমতা ছেড়ে দিন। এক ধরনের মামাবাড়ির আবদারের মতো। ক্ষমতায় কি তারা বসিয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জনগণ ক্ষমতায় বসিয়েছে। নিবার্চনের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন।  বিএনপির কথায় প্রধানমন্ত্রী কখনো ক্ষমতা ছাড়বেন না। নিয়ম অনুযায়ী তিনি পূর্ণ মেয়াদ পূরণ করবেন।

সর্বশেষ খবর