শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের বাণিজ্যের বড় অংশীদার বাংলাদেশ

মনোজ কুমার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী উপ-দূতাবাসের ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, ভারতের বাণিজ্যের বৃহৎ অংশীদার বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা চেম্বারের আয়োজনে গতকাল বাংলাদেশ-ভারত যৌথ বাণিজ্যিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারতীয় ভিসা পেতে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোজ কুমার বলেন, রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারে প্রতিদিন ২ হাজার আবেদন জমা পড়ায় ভিসা প্রদানে কিছুটা বিলম্ব হচ্ছে। রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিভাগীয় কাস্টমস ও ভ্যাট কমিশনার অফিসের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ ও ৫৯ বিজিবির সহকারী পরিচালক জামাল উদ্দিন। সভায় ভারতের পশ্চিম বাংলার মালদহ চেম্বারের ৩৭ জন প্রতিনিধি অংশ নেন।

সর্বশেষ খবর