শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আজ কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আজ কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন, র‌্যালি, পোস্টার ও প্রজেক্ট প্রেজেন্টেশন, কুয়েটের অর্জন : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং টেকনিক্যাল প্রেজেন্টেশন, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি ও ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ খবর