শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই ডাব ব্যবসায়ীর জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডাব বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জেলা শহরের রেলগেট ও স্টেশন রোড এলাকায় গতকাল অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় ডাবের দোকানে ভাউচার সংরক্ষণ না করা ও অধিক দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে একটি চক্র ডাব চড়া দামে বিক্রি করছে।

সর্বশেষ খবর