শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস

সমুদ্রের উত্তাল ঢেউ, একটু পর পরই আছড়ে পড়ছে সৈকতে। বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এর মধ্যেও উন্মাদনা চলছে পর্যটকদের। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পর্যটক। কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ বা আবার প্রিয়জনের সঙ্গে তুলছেন সেলফি। কেউ কেউ ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে ঘুরছেন পর্যটন স্পট। এক মাস পর বর্ষা মৌসুমের শেষের দিকে পর্যটকদের এমন উপস্থিতিতে হাসি ফুটেছে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বিক্রি বেড়েছে খাবার হোটেলেও। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের দুই পাশ গতকাল দুপুরের পর থেকেই পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম-এর সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, আগে বর্ষায় তেমন পর্যটক থাকত না। পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় পর্যটক অনেক বেড়েছে। ছুটির দিনগুলোতে পর্যটকের পদচারণে মুখর থাকে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনীয় স্পটগুলোয় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।

সর্বশেষ খবর