শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাল্যবিয়ে : পালালেন বর জরিমানা দুলাভাইয়ের

কুষ্টিয়া প্রতিনিধি

বিয়েবাড়িতে বরযাত্রীরা খানাপিনায় ব্যস্ত। আকস্মিক সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে খাবার ফেলে পালিয়ে যান বর বিপ্লব (২১) ও অন্যরা। বরের দুলাভাই ওবাইদুল ইসলামকে পেয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কারণ কনে (১৪) অপ্রাপ্ত বয়স্ক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়ার নিজাম উদ্দিনের ছেলে বিপ্লবের সঙ্গে ভুয়া কাগজপত্র তৈরি করে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। গোপন খবরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। বরের দুলাভাইকে ৫ হাজার টাকা জরিমানা করা ছাড়াও বাল্যবিয়ে দেবে না- মর্মে মুচলেকা নেওয়া হয়।

সর্বশেষ খবর