শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

লালপুরে শিক্ষায় আধুনিক প্রযুক্তির ছোয়া

নাটোর প্রতিনিধি

লালপুরে শিক্ষায় আধুনিক প্রযুক্তির ছোয়া

শ্রেণিকক্ষ বললেই বোঝায় ব্লাকবোর্ড, চক-ডাস্টার ও টেবিল-চেয়ার। সময়ের সঙ্গে বদলেছে চিরায়ত এ ধারণা। এসেছে কম্পিউটার, প্রজেক্টর, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সমৃদ্ধ রোবট, ড্রোন কিংবা এআর ও ভিআর ডিভাইস সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ এবং চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতে লালপুরের করিমপুর সরকারি উচ্চবিদ্যালয়ে লুব্ধক নামে স্মার্ট ক্লাস রুমের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে প্রশাসন এ প্রকল্প হাতে নিয়েছে। এতে একটি শ্রেণিকক্ষ চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ২০২৩ সালের ১৮ মে ‘লুব্ধক’ নামক স্মার্ট ক্লাসরুম লালপুরের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সরেজমিন দেখা যায়, করিমপুর সরকারি উচ্চবিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষের সিলিং এবং দেয়াল বিভিন্ন প্রযুক্তিনির্ভর ছবি ও বর্ণনা দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। স্থাপন করা হয়েছে অজ ও ঠজ ডিভাইস, ড্রোন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সমৃদ্ধ রোবট, স্মার্ট মনিটর, উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত অন্যান্য ডিভাইস। যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে অল্প সময়ের মধ্যেই প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান লাভ করতে পারছে। প্রধান শিক্ষক আহসান হাবিব বকুল বলেন, লুব্ধক প্রকল্প শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভিশন-২০৪১ ঘোষণা করেছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট হিসেবে গড়তে হবে।

সর্বশেষ খবর